ভাঙা বুক                                              

  মিথ্যে ছিল নারে সেদিন    

আমার চোখের জল,

বুঝিনি তুই করবি এমন
আমার সাথে ছল।।

অনেক আপন ভেবে তোরে আমি
দিয়েছিলাম মন,
ভাবিনি তুই ভেঙে দিবি
আমার স্বপ্ন।।

আমার মনের ঘরে যত্ন করে
রেখেছিলাম তোকে,
বোঝেনি তুই সেই মনেতে
আঘাত দিবি আগে।।

আমার কষ্ট দিয়ে তুই যদি
সুখে থাকিস খুব ,
কাঁদবে না রে আর কখনো
আমার ভাঙা বুক...!!
                        অপু...