এই 2020 সালে দুনিয়া. . এখনো অনেক যায়গা তে ইলেকট্রনিক আলো পৌঁছাতে পারিনি ।
আমি আজ তেমনই এক গল্প সোনাবো ।।
শহরে থেকে 210 কিলোমিটার দূরে অবস্থান করছেন বিশ্ব মাতানো এক গ্রাম । গ্রামের নাম তারা নগর শুনেছি এই নামটি একজন ভালো মানুষ নাম থেকেই হয়েছে। শহর থেকে আমি ট্রেন ধরে দঃ বারাসাত ট্রেশণে নেমে, বাসে করে 10 কিলোমিটার যাবার পর ওখানে থেকে একটি অটোর করে 2 ঘন্টা যাবার পর এলো তারা নগর হাট ।
অবাক হয়ে গেলাম আমি গ্রামের সব মানুষের ভিড় ঠ্যালা ঠ্যালি করছে। এখানে সপ্তাহের এক বার হাট বাজার বসে, আর এখানে সবাই এই দিনটা হাট বাজার করে থাকেন । গ্রামের বর বর মোরোলরা মোরোল গিরি করছে আলু ওলা চিরলে চিরতলে আলু বিক্রি করছে ও দিকে মাছ ওলা ও মাছ বিক্রি করছে আমি দেখতে দেখতে চললাম । এ দিকে সন্ধ্যা হয়ে আসছে আমি দেখতে পাচ্ছি না । রাস্তায় একটি ও লোক জন দেখতে পাচ্ছি না। চাঁদে আলো জল জল করছে। ব্যঙ্গ গ্যাস গো করছে । এখানে সন্ধ্যার পরে বারির বাইরের একটি ও লোক বেরোয়ই না আমি অবশেষে একটি বারিতে আশ্রয় নিলাম।
.............................................................................................
Translation:
This is the world in 2020.. Electronic lighting has
not yet reached many places. I will tell such a story today.
210 kilometers away from the city is a world
intoxicated village. I have heard the name of the village Tara Nagar.
This name has come from the name of a good man. From the city
took the train and got off at South Barasat Train. After going 10 km
by bus, I took an auto from there and after 2 hours I came to Nagar
Hat.
I was surprised that all the people in the village were cheering.
There is a market once a week, and everyone here goes to the
market this day. I went to see the grooms of the village, the
morolas, the morolas, the moro giri, the potato ola, the everlasting
potato, and the fish ola and fish. I can't see the evening coming.
I can't see another person on the street. The light on the moonis
watering.The sarcasm is gasping. After an evening here and no
one came out of the ba, I finally took refuge in a bar.
**
0 Comments