একলা চলা
একলা চলা, স্বপ্নের পথে,চিন্তা-ভাবনা হারিয়ে মনে।সৃষ্টির রঙে রঙিন পাখি,স্বপ্নের আকাশে ফেরার ইচ্ছে।পথ অজানা, কখনো নতুন,চলতে হবে আগে পর্যন্ত আলোকের পথে।সঙ্গী নেই, কেউ নেই আশার,মনের গভীর অন্ধকারে মতো হারি।তবু চলা যাবে, হাতে মাখা আলো,স্বপ্নের দিকে ধরা দিয়ে হাত ধরে।যেতে যেতে দেখা হয়, মৃত্যুমুখী অন্ধকারে,আলোর কোন আশার স্পর্শ, হৃদয়ে ভাসে স্থায়ী আত্মা।একলা চলা, পাওয়া সত্যের পথে,আত্মার সত্যের সন্ধানে।চলা একা, মন উদাসী,কিন্তু স্বপ্নের পথে হেরে না যাবে, জীবনের রঙ বুঝে নিতে হবে।- অপু
0 Comments